বৈশাখের রুদ্ররূপ সাঙ্গ করে ঢাকায় ক্ষণিকের বৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৪, ০৬:৪৪ পিএম

বৈশাখের রুদ্ররূপ সাঙ্গ করে ঢাকায় ক্ষণিকের বৃষ্টি

ছবি: সংগৃহীত

টানা তাপপ্রবাহের পর রাজধানীতে ক্ষণিকের বৃষ্টির দেখা মিলেছে।

বৃহস্পতিবার (২ মে) রাত নয়টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) এলাকার বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা থেকে রাজধানীর কয়েকটি জায়গায় আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছিল। বিশেষ করে নগরীর দক্ষিণ-পূর্বাঞ্চলের এলাকাগুলোতে মেঘেরা দল বাঁধছিল আর বৃষ্টির একটা আভাস পাওয়া যাচ্ছিল।

শেষ পর্যন্ত মেঘ ভেঙে সেই বৃষ্টি নামল পুরান ঢাকায়। ঘড়ির কাঁটা যখন রাত নয়টা, তখন পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, যাত্রাবাড়ি, রায় সাহেব বাজার ও রায়েরবাগসহ কাছাকাছি কয়েকটি এলাকায় বৃষ্টি নেমেছে। তবে এসব জায়গায় বৃষ্টি দৈর্ঘ্য ছিল খুবই অল্প। আশপাশের কয়েকটি এলাকায় এখনও মেঘাচ্ছন্ন আছে আকাশ।

আরও পড়ুন: অবশেষে চট্টগ্রামে বৃষ্টির দেখা, বজ্রপাতে ১০ জনের প্রাণহানি

এর আগে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা ছাড়াও চট্টগ্রামসহ দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, গত ১ মাস ধরে দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সূর্যের প্রখরতায় দিনে-রাতে প্রায় একই তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। ফলে সূর্যাস্ত হলেও জনভোগান্তি কমছে না। রাতের বেলায়ও প্রচণ্ড গরমে সবাইকে হাঁসফাঁস করতে দেখা যাচ্ছে।

Link copied!