নিজেকে আকর্ষণীয় করে তোলার উপায়

হাসনাত আসিফ কুশল

মে ২, ২০২৪, ০২:০০ পিএম

নিজেকে আকর্ষণীয় করে তোলার উপায়

প্রতীকী ছবি

একজন রুচিবান, মার্জিত, ভদ্র ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারীর প্রতি সবাই আকৃষ্ট হয়। পরিবার, কর্মস্থল কিংবা প্রেম- সবখানেই নিজেকে আকর্ষণীয় করে তোলা জরুরি। একজন আকর্ষণীয় মানুষকে দেখে সবাই ভালোবাসে। তবে শার্ট-প্যান্ট পরে কেতাদুরস্ত অনেকেই নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন না। আবার অনেক মামুলি লোকও নিজেকে ফিটফাট করে রাখেন। যা দেখে বহু লোক তাদের প্রতি মোহিত হয়।

নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য পাঁচটি কাজ করতে হবে। এসব কাজ হলো-

হাসিখুশি থাকুন: নিজেকে আকর্ষণীয়ভাবে অন্যের কাছে উপস্থাপনের প্রথম ও প্রধান শর্ত হলো হাসিখুশি থাকা। গোমড়ামুখো মানুষকে কেউ পছন্দ করে না। প্রাণোচ্ছ্বল মানুষ সর্বজনপ্রিয়। হাসিখুশি অবস্থায় থাকলে লোকেরা আপনার পাদস্পর্শে থাকতে চাইবে। আর আপনিও তাদেরকে দিয়ে আপনার কাজ করিয়ে নিতে পারবেন।

রসবোধ থাকুন: কথায় রসবোধ থাকা খুবই গুরুত্বপূর্ণ। রসে টইটম্বুর মানুষকে সবাই পছন্দ করে। কর্মক্ষেত্রে রসবোধসম্পন্ন ব্যক্তি সহজেই উন্নতি করতে পারে। মনোবিজ্ঞানীরা বলে থাকেন, একজন মানুষের রসবোধ থাকাটা ইতিবাচক। অনেক ক্ষেত্রে এ ধরনের মানুষের প্রেমে পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে।

সদয় হোন, সুহৃদ হোন: অন্যের প্রতি ঘৃণার মানসিকতা রাখবেন না। অহংকারীকে কেউ পছন্দ করেন না। মনোবিজ্ঞানীরা বলে থাকেন, অহংকারীর মতো বোকা এই বিশ্ব চরাচরে কোথাও নেই। নিজের কাজ অন্যকে দিয়ে করিয়ে নিতে সদয় হওয়া বাঞ্ছনীয়। সুহৃদ ব্যক্তির প্রেমে সবাই মোহিত হয়।

ফিটফাট থাকুন: নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে ফিটফাট থাকার বিকল্প নেই। পরিচ্ছন্ন ও মার্জিত ব্যক্তির কাছে লোকেরা বারবার আসতে চায়। বাইরে যাওয়ার সময় ভালো জামা-কাপড় নির্বাচন করুন। সুগন্ধি মেখে নিন।

টেনশন করবেন না: মন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ব্যক্তি টেনশনে থাকলে তার চোখেমুখে ও আচরণে তার প্রভাব পড়ে। অন্যের কাছে আকর্ষণীয় হতে চাইলে টেনশন ঝেড়ে ফেলুন। ফ্রেশ মনে অন্যের সঙ্গে মিশুন। দেখবেন, আপনার চারপাশে নতুন নতুন লোকজন ভিড় করেছে। অর্থাৎ তারা কোনো কাজের জন্য আপনাকেই নির্বাচন করেছে।

Link copied!