চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩০, ২০২৩, ১০:০৪ পিএম

চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার দুপুরের দিকে ওই ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে, চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার মৃদু ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৯৮ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রিখটার স্কেলে ৪.৬ মাত্রার মৃদু এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাউলাইকে। 

Earthquake-1

আর্থকোয়াকস ডট জোন এর খবরে বলা হয়, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের ৯৮ দশমিক ৭৯৮ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি।

Link copied!