চিত্রনায়ক সোহেল হত্যায় চার্জশিটভুক্ত এক নম্বর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৬, ২০২২, ০৩:২১ পিএম

চিত্রনায়ক সোহেল হত্যায় চার্জশিটভুক্ত এক নম্বর আসামি গ্রেপ্তার

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১ নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাত ১১ টার দিকে রাজধানীর গুলশান-২ এর ২৫/বি ফিরোজা গার্ডেন নামে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মদ ও সিসা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশানের একটি বাসায় তিনি (বোতল চৌধুরী) আত্মগোপন করেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার সময় দুই নারী তার সঙ্গে ছিল।

র‌্যাবেরে এই কর্মকর্তা আরও জানান, আশিষ রায় চৌধুরীর আত্মগোপনের পাশাপাশি দেশ ত্যাগের পরিকল্পনাও ছিল। বিপুল পরিমাণ মাদক রাখার দায়ে নতুন করে তার বিরুদ্ধে আরও একটি মামলা হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ঢাকার বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেলকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দিনই তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযোগপত্রে আসামির তালিকায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের নামও ছিল। অন্য আসামিরা হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আশীষ চৌধুরী, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন, আদনান সিদ্দিকী, তারিক সাঈদ মামুন, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ও ফারুক আব্বাসী।

এই মামলায় আশীষ চৌধুরী শুরু থেকেই পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

Link copied!