ছুটি শেষে ফিরছেন কর্মজীবীরা, পাটুরিয়া-দৌলতদিয়ায় বেড়েছে চাপ

নিজস্ব প্রতিবেদক

মে ৫, ২০২২, ০৮:৩৪ পিএম

ছুটি শেষে ফিরছেন কর্মজীবীরা, পাটুরিয়া-দৌলতদিয়ায় বেড়েছে চাপ

ঈদ শেষে কর্মস্থলে ফিরছে দক্ষিণাঞ্চলের ২ জেলার মানুষ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত রাজবাড়ী দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের দৌলতদিয়া প্রান্তে যাত্রীদের চাপ বেড়েছে।

যাত্রীবাহী অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাটমুখী মহাসড়কে অন্তত দেড় কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় যানজট। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ক্যানেল ঘাট পর্যন্ত যানবাহনের সারিতে শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়ে।

তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দাবি করছে, ফেরির জন্য কোনো যানবাহন ঘাটে আটকা নেই। যে বাসগুলো সিরিয়ালে আছে সেগুলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কর্মস্থলগামী যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে এসেছে।

ফেরিঘাটে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ফেরি-বহরে ২১টি ফেরি রয়েছে। যাত্রীর চাপ সেভাবে না থাকায় অনেক সময় সীমিত সংখ্যক ফেরি চলাচল করছে। যাত্রীর চাপ বৃদ্ধি পেলে সবগুলো ফেরি চলাচল শুরু করবে।

Link copied!