ছুটির দিনে বন্ধ পোশাক কারখানায় আকস্মিক বিস্ফোরণ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২৩, ০৫:৫৩ পিএম

ছুটির দিনে বন্ধ পোশাক কারখানায় আকস্মিক বিস্ফোরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অন্তিম নিটিং, ডাইং অ্যান্ড ফিনিশিং পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটেছে। বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩ মার্চ) ভোর ৬টায় উপজেলার বরপা এলাকায় আটতলাবিশিষ্ট কারখানার সপ্তম তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সুইং ফ্লোরের পার্টিশন দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি সংবাদমাধ্যমকে জানান, ‘ভোর ৬টায় ওই কারখানার সপ্তম তলায় সুইং ফ্লোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় আগুন লেগে যায়। আমাদের স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে ফ্লোরের পার্টিশন দেয়ালের কিছু অংশ ভেঙে পড়েছে। তবে কেউ হতাহত বা আগুনে দগ্ধ হয়নি।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানা বন্ধ রয়েছে। তবে কোনো বয়লার, গ্যাসের সিলিন্ডার বা বৈদ্যুতিক কোনো কিছুর বিস্ফোরণের আলামত পাইনি। কীভাবে বিস্ফোরণটি হয়েছে, সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলতে পারব।’

শুক্রবার ছুটির দিনে কারখানা বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে ভেতরে কোনো শ্রমিক ছিল না।

Link copied!