জেলে গিয়ে দেখুন অনেক পুলিশ ও র‌্যাব সদস্য জেল খাটছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২২, ১০:১৩ পিএম

জেলে গিয়ে দেখুন অনেক পুলিশ ও র‌্যাব সদস্য জেল খাটছে: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাব-পুলিশ যেই হোক, শাস্তিযোগ্য অপরাধ করলে তারা কিন্তু শাস্তির বাইরে যায়নি। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। যুক্তরাষ্ট্র যে সংস্কারের কথা বলছে আমরা সবসময় সেটা করছি। আমরা র‌্যাব আধুনিকায়ন করছি, যেটা প্রয়োজন সেটাই করছি।

রোববার (২ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মানবপাচার নিয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি আরও বলেন, র‌্যাব এলিট ফোর্স, আমরা বিভিন্ন সময়ে র‌্যাবকে বিশেষ দায়িত্ব দিয়ে থাকি। তারা তাদের নীতিমালা অনুযায়ী কাজ করে থাকে। আমাদের কাছে যে রিপোর্টটা এসেছে, আমরা তা স্টাডি করছি, যদি কারও ব্যক্তিগত ইনভলভমেন্ট থাকে সেগুলো আমরা দেখছি। আমরা চেক করে দেখছি, ভুলভ্রান্তি থাকলে আমরা দেখছি।

র‌্যাবের সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবকে তৈরি করতে প্রশিক্ষণ দিয়েছিল যুক্তরাষ্ট্র। কাজেই র‌্যাবে কোনো ভুল-ত্রুটি থাকলে সেসব দেখে যারা শাস্তিযোগ্য অপরাধ করছে তাদের শাস্তি দেয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রতিবেদন পর্যালোচনা করে র‌্যাবের বিষয়ে সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Link copied!