ইসরায়েলে আলজাজিরার কার্যক্রম বন্ধে মন্ত্রিসভায় ভোট

আন্তর্জাতিক ডেস্ক

মে ৫, ২০২৪, ১১:৫৪ এএম

ইসরায়েলে আলজাজিরার কার্যক্রম বন্ধে মন্ত্রিসভায় ভোট

ইসরায়েলে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার কার্যক্রম বন্ধ করতে দেশটির আইনসভা নেসেটে বেন ইয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে। তবে এই সিদ্ধান্ত কখন কার্যকর হতে পারে তা নির্ধারণ করা হয়নি।

ইসরায়েল কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করছে।

সম্প্রতি নেসেট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশি সম্প্রচারকারীদের প্রচার ইসরায়েলে সাময়িক বন্ধের অনুমতি দিয়ে একটি আইন পাস করা হয়েছে। যার ফলাফলস্বরূপ মন্ত্রিসভায় এই ভোট অনুষ্ঠিত হয়।

Link copied!