টানা দুই দিনে করোনায় দেড় শতাধিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২১, ১১:৫১ পিএম

টানা দুই দিনে করোনায় দেড় শতাধিক মৃত্যু

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ জন মারা গেছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গতকাল (১০ এপ্রিল) দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছিলো।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৮১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন আগের দিনের চেয়ে ৪৭৬ জন বেশি রোগী শনাক্ত হয়েছে। তবে নতুন করে শনাক্ত হওয়া এ রোগীর সংখ্যা এর আগের কয়েক দিনের তুলনায় কম।

আগের দিন (শনিবার) সারাদেশে করোনায় ৭৭ জনের মৃত্যু এবং ৫ হাজার ৩৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলো। এদিন হাসপাতাল ও বাসায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা ছিলো ৩ হাজার ৮৩৭ জন। এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিলো।

রবিবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, গত একদিনে নতুন করে ৭৮ জনের মৃত্যুতে এপর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৯ হাজার ৭৩৯ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৮১৯ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন হয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপর শনাক্ত ও মৃত্যু কখনও বাড়তে আবার কখনও কমতে দেখা যায়। তবে সর্বশেষ কয়েকদিন ধরে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যু ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ হাজার ২১২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন। এসময়ে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৪৮টি ল্যাবে ২৯ হাজার ২৯৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এসময়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৭৬টি। এ পর্যন্ত মোট ৫০ লাখ ২ হাজার ৮৬৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ৪ জন করে ৮ জন, সিলেট বিভাগে ২ জন। এছাড়া রংপুর বিভাগে ১ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই ৭৭ জন মারা গেছেন, আর বাড়িতে মারা গেছেন ১ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৪৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছয় জন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৩৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ১১ হাজার ১৩১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯৫ হাজার ৫৭১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ৫৬০ জন।

Link copied!