ট্রেন দুর্ঘটনায় প্রবাসে উড়ালের আগেই চিরতরে উড়াল ২ জনের

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩১, ২০২১, ০২:৪৯ এএম

ট্রেন দুর্ঘটনায় প্রবাসে উড়ালের আগেই চিরতরে উড়াল ২ জনের

আল আমিন মোল্লার বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ টায় সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ট্রেনে কাটা পড়ে আল আমিন উড়াল দিলেন আকাশের পথে।

ট্রেনে কাটা পড়ে রাজধানীতে ২ জন নিহত হয়েছেন। রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় পৃথক দুই দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে ওই দুইজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোর ও বেলা ১১টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন আল আমিন মোল্লা (২৫) ও অজ্ঞাতনামা এক কিশোর (১৮)।

নিহত আল আমিনের ভাগিনা মো. ফরহাদ হোসেন জানিয়েছেন, আল আমিনের বাড়ি শরীয়তপুর গোসাইরহাট উপজেলার আলালপুর গ্রামে। তার বাবার নাম নুরুল হক মোল্লা। এক মেয়ের জনক আল আমিন সৌদি প্রবাসী। প্রবাসে যাওয়ার জন্য গত তিনদিন আগেই তিনি ঢাকায় আসেন।

ফরহাদ আরও জানান, আল আমিন কুড়িল বিশ্বরোড এলাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ টায় তার সৌদির ফ্লাইট ছিল। এজন্য সকালে বাসা থেকে বের হয়ে কুড়িল বিশ্বরোড রেললাইন দিয়ে যাচ্ছিলেন। তখন পিছন দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় তার মাথায় গুরুতর আঘাত পান। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যায়।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং ঘটনার সত্যতা নিশ্চিত বলেছেন, বেলা ১১টার দিকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার ব্রিজের নিচে ’জামালপুর এক্সপ্রেস’ এর ধাক্কায় গুরুতর আহত হন আল আমিন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে ওই একই এলাকায় ভোরে একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোরের। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে ছিল শীতের লাল হুটি ও থ্রি কোয়ার্টার।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Link copied!