ডিএনসিসির অভিযানে ২ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২২, ১১:৩২ পিএম

ডিএনসিসির অভিযানে ২ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এর চলমান উচ্ছেদ অভিযানে ১০টি মামলায় ২ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ ও মোঃ আবেদ আলী যৌথভাবে কাওলা বাজার ও আনসার ক্যাম্প বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এ সময় উচ্ছেদপূর্বক আরো দেড় কিলোমিটার ফুটপাত দখলমুক্ত করা হয়।

অঞ্চল-৭-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টকে সাতটি মামলায় ২ লাখ ৬০ হাজার টাকা এবং অঞ্চল-৪-এ রাস্তায় মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির দায়ে ৩টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

Link copied!