ঢাকা ছেড়েছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২২, ০১:০৮ এএম

ঢাকা ছেড়েছেন ৩৫ লাখ সিম ব্যবহারকারী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে গতকাল শুক্রবার ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি সিমের ব্যবহারকারীরা ঢাকার বাইরে গেছেন। শনিবার দুপুরে মন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ৮ জুলাই সব মিলিয়ে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে গেছেন। এর মধ্যে গ্রামীণফোনের সিমের সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২। রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০ ও টেলিটকের ১ লাখ ২২ হাজার ৩২৭ সিম এদিন ঢাকার বাইরে গেছে।

ঈদের ছুটির আগে ৭ জুলাই ছিল শেষ কর্মদিবস। তাই ওই দিন রাত থেকেই ঢাকা ছাড়ার চাপ বেড়ে যায়। পরদিন শুক্রবার হওয়ায় অনেক মানুষ একসঙ্গে রাজধানী ছেড়ে যান।

এই তথ্য দেওয়া হয়েছে গ্রামীণ ফোন লিমিটেড, রবি লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে।

Link copied!