ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২২, ০৯:১৭ পিএম

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

২৪ ঘণ্টার কম সময়ের এ সফরে এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এস জয়শঙ্করের বাংলাদেশ সফরের বিষয়টি ঘোষণা করেছে। তারা এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ২৮ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ ও ভুটানে সরকারি সফর করবেন।

জয়শঙ্কর বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন। ওই সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো দিল্লি সফরের আমন্ত্রণপত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন।

Link copied!