ঢাবিতে ছাত্রলীগের অন্তঃকোন্দল, রাতভর তান্ডবে আহত ১৫ নেতাকর্মী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৬:৩২ পিএম

ঢাবিতে ছাত্রলীগের অন্তঃকোন্দল, রাতভর তান্ডবে আহত ১৫ নেতাকর্মী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে । মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে হলের সিট দখলকে কেন্দ্র করে নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরে বলে প্রাথমিকভাবে জানা গেছে ।
সংঘর্ষের এক পক্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা ও অপর পক্ষে ছিল ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও সাধারণ সম্পাদক আবু হোসেন মুক্তের অনুসারীরা।

আনোয়ার হোসেন নাঈম  বলেন, ফজলুল হক হলের দক্ষিণ ভবনে সিট সংক্রান্ত কারণে রাত সাড়ে ১২ টার দিকে দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের ১০-১২ জন সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে আমি আমার রুমে আড্ডা দিচ্ছিলাম। এরপর প্রায় দেড়টার দিকে অতর্কিতভাবে আমার রুমে হামলা করা হয়েছে। তানভীর হাসান সৈকতের নির্দেশে দ্বিতীয় দফায় শহিদুল্লাহ হলের অনুসারীদেরকে সঙ্গে নিয়ে রাতভর ফজলুল হক হলের দক্ষিণ ভবনের বিভিন্ন রুমে রুমে গিয়ে তান্ডব চালিয়েছে বলে জানান ফজলুল হক হলের সভাপতি।

তিনি আরো বলেন, এই হামলায় সবমিলিয়ে ১৫ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা গ্রহন করেছে।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমার অনুসারী একজন শিক্ষার্থীকে রুম থেকে বের করে তালা লাগিয়ে দিয়েছে। পরবর্তীতে অন্যান্য শিক্ষার্থীরা তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে। এরপর দুই গ্রুপের সংঘর্ষ সৃষ্টি হয়। এই সংঘর্ষে আমার সাতজন অনুসারী আহত হয়েছে তারা হলো: ২০১৭-১৮ সেশনের রিসান ও শাহেস, ২০১৮-১৯ সেশনের ফিশারিস বিভাগের কল্লল ও কাউছার এবং ২০১৯-২০ সেশনের ইমাম হোসেন, মাহমুদুল হাসান ও পারভেজ।

Link copied!