তত্ত্বাবধায়কে ফেরার সুযোগ নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৯:৩৮ পিএম

তত্ত্বাবধায়কে ফেরার সুযোগ নেই: আইনমন্ত্রী

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করায় এখন আর তাতে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের আয়োজিত বিশ্ব নৌ দিবস উদযাপন অনুষ্ঠানের বক্তব্যের পর সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে বর্তমান সরকার। ফলে আগামী দশম সংসদ নির্বাচন বতর্মান সরকারের অধীনেই হবে।  

ওই ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বিরোধী দল অন্দোলন চালিয়ে এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাতে সাড়া দেয়নি। এ নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ আয়োজনেরও দাবি এসেছে বিভিন্ন মহল থেকে।

আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, “সংশোধিত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ায় কোনো সুযোগ নেই।”

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ তামিম।

Link copied!