তিন মাসে ৫ হাজার কর্মী নেবে রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২২, ১০:১৬ পিএম

তিন মাসে ৫ হাজার কর্মী নেবে রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপের দেশ রোমানিয়া তিন মাসে বাংলাদেশ থেকে পাঁচ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এজন্য রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দল তিন মাসের জন্য ঢাকায় আসছে বলেও তিনি জানান।

দুবাই সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার এক খুদেবার্তায় এ তথ্য জানান।

‘সুসংবাদ’ শিরোনামে পাঠানো বার্তায় মোমেন জানান, রোমানিয়া বাংলাদেশের কর্মীদের জন্য ৫ হাজার ভিসা ইস্যু করবে।

খুদে বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী মার্চ থেকে ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের একটি কনস্যুলার টিম পাঠাবে। তারা ৩ হাজার ৪০০ মুলতবি ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে।”

খুদে বার্তায় তিনি আরও বলেন, “এই কনস্যুলার টিমের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন হবে। এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।”

রোমানিয়ায় বাংলাদেশের কোনো মিশন নেই। ভারতের দিল্লির মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের জানিয়েছিলেন, ঢাকায় মিশন খোলার পর ইউরোপের দেশ রোমানিয়া বাংলাদেশ থেকে দুই থেকে চার হাজার শ্রমিক নেবে।

সেদিন মন্ত্রী আরও জানান, শিগগিরই ঢাকায় মিশন খুলবে রোমানিয়া। মাংস উৎপাদন খাতে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় দেশটি।

ইউরোপিয়ান দেশ রোমানিয়া ঢাকায় নতুন মিশন খোলার পর সেখানেও দুই থেকে চার হাজার মানুষ নেয়ার সুযোগ তৈরি হয়েছে। রোমানিয়া মাংস উৎপাদন বিশেষ করে হালাল মুরগি উৎপাদন প্রতিষ্ঠানে শ্রমিক নেবে বলে তখন জানিয়েছিলেন মন্ত্রী মোমেন।

Link copied!