দক্ষিণ আফ্রিকা ফেরত ২৪০ জনকে শনাক্ত করা যায়নি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২১, ০৮:২৬ পিএম

দক্ষিণ আফ্রিকা ফেরত ২৪০ জনকে শনাক্ত করা যায়নি : স্বাস্থ্যমন্ত্রী

গত ১ মাসে দক্ষিণ আফ্রিকা ফেরত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। এ পর্যন্ত প্রায় ২৪০ জন বাংলাদেশে এসেছে। কিন্তু তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় নি। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আজ আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি ৬০ বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ পর্যন্ত ছয় কোটি লোককে সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। চার কোটি লোক ডাবল ডোজ টিকা পেয়েছে। কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা কার্যক্রম নিয়ে যাওয়া হয়েছে।

Link copied!