দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে ২৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২১, ০৯:৪৫ পিএম

দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে ২৪ জন আহত

মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন।

শনিবার(১৮ ডিসেম্বর) সকালে পূর্ব এনায়েতনগরে স্থানীয় আপং কাজী ও কবির খান গ্রুপের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ ঘটে বলে অভিযোগ উঠেছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশরাফ রাসেল বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি পূর্ব এনায়েতনগর এলাকার স্থানীয় আপাং কাজীর লোকজন  একই এলাকার কবির খান গ্রুপের সমর্থক হিসেবে পরিচিত মিরাজ খানের বাঁ পা কেটে নিয়ে যায়। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে মামলা করে। এতে আরও  ক্ষিপ্ত হয়ে মামলার বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় আসামিরা। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। এর জের ধরে শনিবার আবারও দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশরাফ রাসেল বলেন, ‘পূর্ব এনায়েতনগরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।” মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে বলেও তিনি জানান।

Link copied!