দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৮, ২০২১, ০৭:৩০ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার  সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৩ শতাংশ। ঢাকায় বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকায় ৩০ কিলোমিটার।

গতকাল ঢাকা, কুমিল্লা ও সিলেটের শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টিপাত হয়েছে বলেও জানানো হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর বদলগাছীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন দিনাজপুরে ১৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে আরো জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Link copied!