দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সুযোগ নিতে জাপানের আগ্রহ

নিজস্ব প্রতিবেদক

জুন ২৩, ২০২২, ০২:৫৯ এএম

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সুযোগ নিতে জাপানের আগ্রহ

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টায় অংশগ্রহণের সুযোগ নিতে  আগ্রহ প্রকাশ করেছে জাপান। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকো রাজধানীর গুলশানে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বুধবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর উদ্বোধন, বন্যা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আগেই গতকাল মঙ্গলবার জাপানের রাষ্ট্রদূত তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, “আমি নিশ্চিত যে এক সময় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়িত হবে। জাপান সরকার ও জাইকা এই সরকারের নির্মাণ প্রচেষ্টায় অংশগ্রহণের সম্ভাবনা বিবেচনার অবস্থানে থাকবে।”

ইতো নাওকো বলেন, “বর্তমানে জাপান সরকারের অবস্থান হচ্ছে ‘আমরা বাংলাদেশ সরকারের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে আমাদের সহযোগিতা প্রস্তাবের সুযোগ নেব।”

জাপানের রাষ্ট্রদূত বলেন, “আমি নিশ্চিত যে এটি (পদ্মা সেতু) অত্যন্ত ফলপ্রসূ ও সফল হবে। সুতরাং দ্বিতীয় পদ্মা সেতু হবে একটি বাস্তবতা।এক্ষেত্রে বাংলাদেশে মানসম্মত অবকাঠামো নির্মাণ কাজে অংশগ্রহণের সম্ভাবনা থাকলে টোকিও ভালো প্রযুক্তি দিতে প্রস্তুত রয়েছে।” জাপান এ পর্যন্ত সারা বাংলাদেশে ছোট ও বড় ১৩৪টি সেতু নির্মাণে সহযোগিতা করেছে বলেও তিনি জানান।

Link copied!