নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতবই, বললেন আইভী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২২, ০৫:৫৪ পিএম

নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতবই, বললেন আইভী

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

রবিবার বেলা ১১টার দিকে নগরীর শিশুবাগ বিদ্যালয়ের নারীকেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বলেন, “নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতবই।”

স্বতন্ত্র প্রার্থী তৈমূরের এক এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে নৌকার এই প্রার্থী বলেন, “আমি যতটুকু জানি সব জায়গায় হাতির প্রতীকের এজেন্ট আছে। বরং আমার এজেন্ট বিভিন্ন জায়গায় ছিল না। আমি চাই সুষ্ঠু নির্বাচন হোক। নিরপেক্ষ নির্বাচন হলে শতভাগ নিশ্চিত আমি জিতব, ইনশাআল্লাহ।”

নারায়ণগঞ্জের সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম) চলছে ভোটগ্রহণ।নগরীর ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মেয়র পদে ৭জন প্রার্থী লড়লেও আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্র  প্রার্থী হিসেবে তৈমুর আলম খন্দকারের মধ্যে হচ্ছে মূল প্রতিদ্বন্ধিতা। এই দুইজনের যেকোনো একজন মেয়র পদে জযী হবেন বলে বুথফেরত ভোটারদের ধারনা।তবে বেশ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে বলে তৈমুর ও আইভী শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে।

তবে বেশ কয়েকজন ভোটার অভিযোগ করেছেন ইভিএমে ভোট দিতে গিয়ে বুঝতে কিছুটা সময় লেগেছে।  এ কারণে ভোটগ্রহণে ধীরগতি হচ্ছে। পরে ভোটারদের লাইন দীর্ঘ হতে দেখা যায়।

সরেজমিনে শহরের সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের বদরুন্নেছা স্কুলে ও ১নং ওয়ার্ডের রেকমত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এসকল কেন্দ্রে সময়ের আগেই বেশ কিছু ভোটার কেন্দ্রে এসে উপস্থিত হন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ কেন্দ্রসহ অন্য কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে।

তৈমুর ও আইভী ছাড়াও মেয়র পদে  প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও পাঁচজন। মেয়র পদে অন্যরা হলেন— খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস, কামরুল ইসলাম স্বতন্ত্র।

Link copied!