পঞ্চগড়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৯, ২০২২, ০১:৪৯ এএম

পঞ্চগড়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রতিবছর পানিতে ডুবে বাংলাদেশে ১২ হাজার শিশু মারা যায়। পানিতে ডুবে শিশুমৃত্যুতে বাংলাদেশ বিশ্বে শীর্ষে আছে। এ বিষয়ে সেভাবে কোনো সচতেনতা নেই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের। এরইমধ্যে গতকাল রবিবার পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণ গেছে; যারা সম্পর্কে চাচাতো ভাই বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল গ্রামে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান। মৃতরা হলো: ওই গ্রামের আবু তালেবের ছেলে রাশেদ (১১) ও একই গ্রামের রহমত আলীর ছেলে আনিস (৯)।

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, “রাশেদ ও আনিস খেলাধুলা করতে বাড়ির বাইরে যায়। সন্ধ্যায় তারা ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

তিনি আরও বলেন, এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।”

শিশুদের পরিবারের বরাতে রবিউল বলেন, “তারা সাঁতার জানতো না। হয়তো গোসল করতে নেমে তারা পানিতে ডুবে যায়।”

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ মিঞা গণমাধ্যমকে বলেন, শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই। তাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Link copied!