পাঁচ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছে জাহাজে নিহত হাদিসুরের পরিবার

নিজস্ব প্রতিবেদক

মে ২৬, ২০২২, ১২:৫৬ এএম

পাঁচ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছে জাহাজে নিহত হাদিসুরের পরিবার

ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্থ বাংলাদেশি  'এম ভি বাংলার সমৃদ্ধি' জাহাজে নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারকে পাঁচ লাখ ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) ক্ষতিপূরণ দিচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশন ( বিএসসি)। পাশপাশি হাদিসুরের ভাইকে চাকুরি দেওয়া হয়েছে বিএসসিতে। তাকে আসছে ১ জুন বিএসসিতে যোগদান করতে বলা হয়েছে। এছাড়া, ক্ষেপণাস্ত্রের হামলার সময় জাহাজে থাকা অন্য সদস্যরা সাত মাসের বেতন পাবেন।

বুধবার রাজধানীর বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত সংস্থাটির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান  খালিদ মাহমুদ চৌধুরী বিএসসির পরিচালনা পর্ষদের ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

এসময় অন্যদের মধ্যে  পরিচালনা পর্ষদের সদসস্য  নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক ড. মো: আবদুর রহমান, বিএসসির ব্যবস্থাপননা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২ মার্চ ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধকালিন ক্ষেপনাস্ত্রের আঘাতে  'এম ভি বাংলার সমৃদ্ধি' জাহাজটি ক্ষতিগ্রস্থ হয়।

Link copied!