পি কে হালদারকে ফিরিয়ে আনতে চিঠি পাঠিয়েছে এনসিবি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২২, ০৪:২২ এএম

পি কে হালদারকে ফিরিয়ে আনতে চিঠি পাঠিয়েছে এনসিবি

ভারতের পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া এনআরবি গ্লোবাল ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা হাজার কোটি টাকা পাচারকারী প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) ফিরিয়ে আনতে নয়াদিল্লি ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) চিঠি দিয়েছেন বাংলাদেশের এনসিবি।

রবিবার ওই চিঠি দেওয়া হয় বলে সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের এআইজি (এনসিবি) মহিউল ইসলাম। খবর যুগান্তরের।

আরও পড়তে পারেন: পি কে হালদারকে ফিরিয়ে আনতে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, “পিকে হালদারের বিরুদ্ধে গত বছরের ৮ জানুয়ারী ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়ছিল। কিন্তু দীর্ঘদিনেও ইন্টারপোল থেকে কোনো কিছু জানানো হয়নি। সম্প্রতি পিকে হালদার ভারতে গ্রেফতার হওয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নয়াদিল্লির এনসিবিকে চিঠি দেওয়া হয়েছে।” 

পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে পুলিশের তেমন কিছু করার নেই উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “ আমরা কেবল এনসিবিকে চিঠি লিখতে পারি। আমরা আমাদের কাজ করেছি। এখন যা কিছু করার তা কূটনৈতিক মাধ্যমেই করতে হবে।”

প্রসঙ্গত, গত শনিবার সকালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অভিযান চালিয়ে পিকে হালদারকে গ্রেপ্তার করে দেশটির গোয়েন্দা সংস্থা। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নানা কৌশলে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে অন্তত চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। এসব কোম্পানি থেকে তিনি ঋণের নামে বিপুল অংকের টাকা বিদেশে পাচার করেছেন।

Link copied!