পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে হেলে পড়ল ৫ তলা ভবন

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৪, ২০২১, ০৪:২৪ পিএম

পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে হেলে পড়ল ৫ তলা ভবন

পুরান ঢাকার নাজিরা বাজারের আলু বাজারে গ্যাস বিস্ফোরণে হেলে পড়েছে একটি ৫ তলা ভবন। ভবনটির নিচ তলায় গ্যাস বিস্ফোরণে আগুন লেগে ভবনটি আংশিক হেলে পড়ার পাশাপাশি এর কিছু অংশ ধসে পড়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত (১৪ ডিসেম্বর) ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদপ্ত‌রের মি‌ডিয়া কর্মকর্তা মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।”

তিনি আরও জানান, “ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বাসিন্দাদের বের করে নিরাপদ স্থানে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

ফায়ার সার্ভিসের ধারণা, জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। বিস্ফোরণের ফলে পুরো ভবনটিই বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া, বিস্ফোরণের তীব্রতায় পার্শ্ববর্তী ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবনের বাসিন্দারা জানান, বিস্ফোরণে পুরো ভবনটি কেঁপে ওঠে। প্রথমে তারা ভূমিকম্প মনে করে ছোটাছুটি করতে থাকেন। পরে কোন রকমে ছাঁদ থেকে অন্য বাড়ির ছাদে বাসিন্দারা লাফিয়ে নিচে নামেন।

বিস্ফোরণে আগুন লেগে ভবনটি আংশিক হেলে পড়েছে এবং কিছু অংশ ধসে পড়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

Link copied!