ফেসবুকে ’ক্ষমা’ শব্দ লিখে ঢাবি ছাত্রের আত্মহত্যা!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৮:৪৬ এএম

ফেসবুকে ’ক্ষমা’ শব্দ লিখে ঢাবি ছাত্রের আত্মহত্যা!

ফেসবুকে ’ক্ষমা’ শব্দ লিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র ‘আত্মহত্যা’ করেছেন বলে জানাচ্ছে তার সহপাঠী-স্বজনরা। ওই ছাত্রের নাম প্রিতম কুমার সিংহ। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ২৫তম ব্যাচের ছাত্র ছিলেন। রবিবার দিবাগত রাত একটার দিকে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ‘ক্ষমা’ শব্দটি লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।

প্রিতমের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। উপজেলার পৌর এলাকায় সাথী সিনেমা হল সড়কে তার নিজ বাড়িতে দিবাগত রাত দুইটার দিকে তিনি বিষ পানে আত্মহত্যা করেন।

মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাস করেন প্রিতম। তার মৃত্যুতে শোক প্রকাশ করে স্কুলটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন জানায়, বাড়িতে সবার অগোচরে বিষপান করেন প্রিতম। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রথমে তাকে মধুপুর উপ‌জেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিতমের একাধিক সহপাঠী গণমাধ্যমকে বলেন, টাঙ্গাইলের এক তরুণীর সঙ্গে প্রিতমের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন আগে তার অন্যত্র বি‌য়ে হ‌য়। এর জের ধরে বিষপান করে থাকতে পারেন প্রিতম।

মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সাব্বির আল-রাজি বলেন, ‘প্রিতম নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।’

Link copied!