বইমেলার সময় বাড়ানোর বিষয়ে যা বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৬:৫৯ পিএম

বইমেলার সময় বাড়ানোর বিষয়ে যা বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসলে বইমেলার সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার বেলা ১১টার দিকে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কেএম খালিদ বলেন, “করোনার কারণেই মূলত বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। তবে এখন যেভাবে সংক্রমণ কমছে সেভাবে চললে মেলার সময়সীমা কিছুটা বাড়ানো সম্ভব।”

সংস্কৃতি প্রতিমন্ত্রী  বলেন, “প্রতি বছর ৩টা থেকে বইমেলা শুরু হলেও এ বছর দুপুর ২টা থেকে মেলা শুরু হবে। ছুটির দিনে বরাবরের মতো বেলা ১১টা থেকে মেলা শুরু হবে।”

প্রসঙ্গত, চলতি বছর সাড়ে ৭ লাখ স্কয়ার ফুট জায়গাজুড়ে বই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল মঙ্গলবার শেকে শুরু হওয়া এই মেলায় শিশুদের জন্য আলাদা মঞ্চের ব্যবস্থা রয়েছে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে শিশুরা খেলাধুলা করতে পারবে। প্রতিবারের মতো এবছরও বইয়ের মোড়ক উন্মোচনের জন্য মঞ্চ রাখা হয়েছে।

Link copied!