বগুড়া-৪ আসনে এগিয়ে আছেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০১:০৫ এএম

বগুড়া-৪ আসনে এগিয়ে আছেন হিরো আলম

ছয়টি আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে ভোট গণনায় স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এগিয়ে আছেন। ১১২টি কেন্দ্রের মধ্যে ৬৩ কেন্দ্রে হিরো আলম একতারা প্রতীকে ১১৪৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পেয়েছেন ৯৪০০ ভোট।

বুধবার (১ ফেব্রয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপনির্বাচনের ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, জাতীয় সংসদের শুন্য হওয়া সংসদীয় আসনগুলোতে অনুষ্ঠিত উপনির্বাচনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে রেকর্ড গড়েছেন ৩৮ বছর বয়সী বাংলাদেশী সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্রষ্টা হিরো আলম।   

বাংলাদেশের সংসদ নির্বাচন বা উপনির্বাচনে বড় দলের প্রার্থীরা একাধিক আসনে নির্বাচন করলেও শুধুমাত্র বগুড়া নয়, আজ পর্যন্ত দেশের কোনো স্বতন্ত্র প্রার্থী একই সাথে দুই আসনে নির্বাচন করেনি।

২০১৮ সালেও হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসন থেকে নির্বাচন করে জামানত হারিয়েছিলেন। এবার তিনি ‘ভোটারদের চাওয়ার মুখে’ বগুড়া-৬ (সদর) আসন থেকেও প্রার্থী হয়েছেন।

Link copied!