বরখাস্ত ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের আপিলের শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১০, ২০২২, ০৬:১৭ পিএম

বরখাস্ত ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের আপিলের শুনানি শুরু

অর্থ পাচারের অভিযোগের মামলায় খালাসপ্রাপ্ত পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। 

রোববার (১০ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ মামলায় বিচারিক আদালতের সব নথি তলব করেছেন আদালত।  আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।  এর আগে গত ৬ এপ্রিল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করে দুদক। 

আদেশের পরে আদালত থেকে বেরিয়ে আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, এ মামলায় দুদকের বরখাস্ত হওয়া পরিচালক এনামুল বাছিরকে ৩ বছরের দণ্ড দেওয়া হলেও মিজানকে খালাস দেন বিচারিক আদালত। সে রায়ের বিরুদ্ধে আপিল করেছি। শুনানি করে আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন।  

উল্লেখ্য যে, গত ৪ এপ্রিল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করেন ডিআইজি মিজানুর রহমান। আপিলে তিনি তিন বছরের সাজা থেকে খালাস চেয়েছেন।

Link copied!