বাংলাদেশ অতিক্রম করে মিয়ানমারে মোখা; সমুদ্রে ৩ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক

মে ১৫, ২০২৩, ০৩:২৪ এএম

বাংলাদেশ অতিক্রম করে মিয়ানমারে মোখা; সমুদ্রে ৩ নম্বর সংকেত

ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করে মিয়ানমার চলে গেছে তাই আর কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, পায়রা ও মোংলাসহ সব সমুদ্রবন্দরে ১০ ও ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 

উপকূলীয় এলাকায় ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। তবে সিলেট এলাকায় বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সোমবার (১৫ মে) থেকে রাজধানী ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হবে। তবে ১৬ তারিখের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে বলে জানায় আবহাওয়া অফিস।

29

এর আগে আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল ত্যাগ করবে মোখা। দুপুরে সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৭ কিমি। মোখার তাণ্ডবে সেন্টমার্টিনের বেশ কিছু বাড়িঘর ও দুর্বল স্থাপনার রিসোর্ট ভেঙে পড়েছে।

19

কক্সবাজারের জেলা প্রশাসক সূত্রে জানা যায়, কক্সবাজারে এখনও কেউ নিহতের খবর পাওয়া না গেলেও, দীর্ঘ ৯ ঘণ্টার তাণ্ডবে ২ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং ১০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রবল ঝোড়ো বাতাসে উপড়ে গেছে কয়েক হাজার গাছপালা।

1

ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল অতিক্রম করলেও এখনও পর্যন্ত বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। আর ঘূর্ণিঝড়টি ৯ ঘণ্টা স্থায়ী ছিল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

6-1

অন্যদিকে মোখার তাণ্ডবে সেন্টমার্টিনের বেশ কিছু বাড়িঘর ও দুর্বল স্থাপনার রিসোর্ট ভেঙে পড়েছে। আহত হয়েছেন কিছু মানুষ। তবে প্রাণহানি বা অন্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে উপকূলে ৫৭৬টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ।

Link copied!