বাংলাদেশ-ভারত বিমান চলাচল ফের শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৩:৫০ পিএম

বাংলাদেশ-ভারত বিমান চলাচল ফের শুরু হচ্ছে আজ

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির কারণে চার মাস স্থগিত থাকার পর রবিবার (৫ সেপ্টেম্বর) পুনরায় চলাচল শুরু করছে বাংলাদেশ-ভারত ফ্লাইট। বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (বেবিচক ) শনিবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এয়ার বাবল ব্যবস্থার আওতায় এই চলাচল শুরু হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দু-দেশের মধ্যে নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত এয়ার বাবল ব্যবস্থা কার্যকর থাকবে। ভ্রমণের ৭২ ঘণ্টা আগে প্রত্যেক যাত্রীকে নিজ নিজ দেশের সরকারি কেন্দ্র থেকে করোনা পরীক্ষা সম্পন্ন করতে হবে। দু'দেশের নিয়ম অনুসারে যাত্রীদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে।

বিমান জানায়, রবিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে।

এর আগে, করোনা মহামারির কারণে ২০২০ সালের অক্টোবরে ভারতের সঙ্গে 'এয়ার বাবল' ব্যবস্থার আওতায় বিমান চলাচল শুরু হয়েছিল। কিন্তু পরে ভারতে মহামারি পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়লে চলতি বছরের এপ্রিলে তা আবার বন্ধ হয়ে যায়।

ভারত ও বাংলাদেশ উভয় দেশেই করোনা সংক্রমণ কমতে থাকায় ৪ সেপ্টেম্বর বিমান চলাচল শুরু করতে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেয় বেবিচক।

উল্লেখ্য, এর আগে ৩ দফা বিমান চলাচল চালুর চেষ্টা করা হলেও চালু করা যায়নি। 

Link copied!