বাণিজ্যমন্ত্রীর সভায় স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল আওয়ামী লীগ কর্মীর

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৫, ২০২৩, ০৮:৪৫ পিএম

বাণিজ্যমন্ত্রীর সভায় স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল আওয়ামী লীগ কর্মীর

রংপুরে ঈদ উপলক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির মতবিনিময় সভায় স্লোগান দেওয়াকে কেনর্দ্র করে স্থানীয় কাউনিয়া শাখা আওয়ামী লীগের দুই গ্রুপের বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষে একজন মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন।

মৃত সোনা মিয়া (৫৫)  হারাগাছের নজিরদহ নয়াটারী এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।  

সোমবার রাত ৮টার দিকে কাউনিয়া উপজেলার খানসামারহাটের ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো ইফতে খায়ের আলম সংঘর্ষ ও একজনের মৃত্যু হওয়ার বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুরে মো. ইফতে খায়ের বলেন, কাল(সোমবার) বাণিজ্যমন্ত্রীর মত বিনিময় সভা ছিল। ওই সভাটি হয় ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে । বাণিজ্যমন্ত্রীর আগমনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে সোনা মিয়া (৫৫) নামে একজন মারা যান।”

রংপুরের এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, “সোনা মিয়ার পরিবার মামলা প্রস্তুতি নিচ্ছে। তবে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এলাকায় পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।“

স্থানীয় ও কাউনিয়া থানা পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে কাউনিয়া উপজেলার ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রীর আগমন উপলক্ষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওই পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী মতবিনিময় সভা না করে অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যান।

মন্ত্রী চলে যাওয়ার ঘটনায় পরবর্তীতে রাত আটটার দিকে দুই গ্রুপের মধ্যে কলেজ মাঠের সামনে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে লাঠির আঘাতে সোনা মিয়া ঘটনাস্থলেই মারা যান। মৃত সোনা মিয়া কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার অনুসারী বলে দলীয় সূত্রে জানা গেছে।

Link copied!