বাসের ভাড়া বৃদ্ধি অমানবিক: আমু

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১০, ২০২১, ১০:০৬ পিএম

বাসের ভাড়া বৃদ্ধি অমানবিক: আমু

ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বাড়ানোর পদক্ষেপকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। মঙ্গলবার (০৯ নভেম্বর) নিজ বাসায় অনুষ্ঠিত এক বৈঠকের শেষে এ মন্তব্য করেন আমির হোসেন আমু।

তিনি বলেন, ডিজেলের মূল্য একসঙ্গে ১৫ টাকা বৃদ্ধি করা ঠিক হয়নি। যারা এটা করেছেন, তাদের উচিত ছিল ত্রিপক্ষীয় একটা আলোচনা করে সবকিছু নির্ধারণ করা। ডিজেলের মূল্যবৃদ্ধির আগে বাস মালিক ও জনগণের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল বলে জানান তিনি। আমির হোসেন আমু বলেন, বাসের ভাড়া বৃদ্ধি অমানবিক।

আমু বলেন, আমরা জানি অধিকাংশ বাসই গ্যাসে চালিত। কিন্তু গ্যাসের মূল্যবৃদ্ধি না হওয়ার পরও সব বাসের ভাড়া বৃদ্ধির যৌক্তিক কারণ ১৪ দল পায় না বলেও জানান তিনি। তিনি বলেন, হয় গ্যাসচালিত বাসের সিলিন্ডার নিয়ে নিতে হবে, নয়তো এই বাসব্যবস্থাই বাদ দিতে হবে। সবাইকে তেলে আনতে হবে। না হলে, বাসভাড়া পুনর্নির্ধারণ করে জনগণের যাতে স্বস্তি হয় সেরকম বাসভাড়া নির্ধারণের দাবি করছি।

জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, রাজস্ব কমিয়ে দিলেই হতো। ভারত তো এটা করেছে।

আমির হোসেন আমু বলেন, আমাদের দেশে সরবরাহ ও উৎপাদনে কোনো ঘাটতি নেই। তারপরও অহেতুক দফায় দফায় যে পণ্যের দাম বাড়ানো হচ্ছে সেদিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বসে তা সুরাহা করার আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অনেকে।

 

 

Link copied!