বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারক বদলি নিয়ে যা বললেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২১, ২০২৩, ০৯:৩২ পিএম

বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারক বদলি নিয়ে যা বললেন আইনমন্ত্রী

বিচার বিভাগ স্বাধীন, কারও চাপে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হতে দেব না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।শনিবার দুপুরে আইন ও বিচার বিভাগ ইনস্টিটিউটে বিচারবিভাগীয় কর্মকর্তাদের আয়োজিত দশম ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে আইনমন্ত্রী বলেন, “বিচারকের বারে এ ধরনের ঘটনা ঘটেই থাকে, যা বারের সিনিয়ররা সমাধান করে দেন। তবে এটি খুবই দুঃখজনক যে এখনো ঘটনাটির সমাধান হয়নি।”

বিচারকদের বদলির প্রসঙ্গে আনিসুল হক বলেন, “বিচারকদের সাথে খারাপ আচরণ করলে আইনজীবী ক্ষতিগ্রস্ত না হলেও তার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হন। কারণ, বিচারকের হাতে কলম থাকে। যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে। যারা নির্দোষ তাদের ভয়ের কোনো কারণ নেই। কারও দাবির মুখে কোনো বিচারককে বদলি করা হবে না। এটা আমরা কিছুতেই করবো না। কারণ এতে ন্যায় বিচার ব্যাহত হবে।”

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই।”

কর্মশালার উদ্বোধন শেষে রাষ্ট্রপতি তালিকায় আইনমন্ত্রীর নাম থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, কোনো গুজবে কান দেবেন না।

বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

Link copied!