বিচারকদের প্রতি যে আহবান জানালেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৪, ২০২২, ০৫:১০ এএম

বিচারকদের প্রতি যে আহবান জানালেন আইনমন্ত্রী

আদালতে বিচারকাজের গতি বাড়াতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বিচারকদের উদ্দেশে তিনি এ আহবান জানান।

আইনমন্ত্রী বলেন,“ডিজিটাল যুগে বিচারকদেরও বিচারকাজের গতি বাড়াতে হবে। দ্রুত বিচারকাজ শেষ করতে বিচারকদের ভাবতে হবে।”

বিচারকদের ডিজিটাল যুগের বিচারক আখ্যা দিয়ে আনিসুল হক আরও বলেন, “আগে বিচারকাজে দেরি হলে জনগণ মানলেও ডিজিটাল যুগে তারা এটি ভালোভাবে দেখবে না। জনগণ দ্রুত ন্যায়বিচার চায়।”

আইনমন্ত্রী বলেন,“একটি কথা চালু আছে, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড এবং জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। আপনাদেরকে এই দুটোর মধ্যে সমন্বয় করতে হবে। একটি ব্যালান্সের মধ্যে আসতে হবে।”

বিচারকাজ দ্রুত করতে মামলার চার্জশিটে মেডিকেল অফিসার ও তদন্ত কর্মকর্তার মোবাইল নম্বর যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, “ এতে সহজেই যোগাযোগ করে তাদেরকে আদালতে আনা যাবে। তবে আমরা এখন একধাপ এগিয়ে এসএমএমের মাধ্যমে মেডিকেল অফিসার ও তদন্ত কর্মকর্তাসহ প্রত্যেক সাক্ষীকে মামলার তারিখ জানিয়ে দিব। ফলে কেউ জানি না বলে অজুহাত দিতে পারবে না।”

পদ্মা সেতুর প্রসঙ্গ টেনে আনিসুল হক বলেন, “পদ্মা সেতুর কল্যাণে এখন ঢাকা থেকে চার ঘণ্টায় বরগুনায় যাওয়া যাচ্ছে। আমাদেরও বিচার করতে গেলে এই গতিটা মেইনটেইট করতে হবে। তা নাহলে ৩৯ লাখ মামলাজট কমিয়ে আনতে পারব না।”

Link copied!