বিদ্বেষপ্রসুত হয়ে স্বাধীনতা সূচক রিপোর্ট দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মে ৫, ২০২২, ০৭:৫৯ পিএম

বিদ্বেষপ্রসুত হয়ে স্বাধীনতা সূচক রিপোর্ট দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “যারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে বিদেশে অপপ্রচার চালাচ্ছে, সেসব সূত্র থেকে তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করে। বাংলাদেশের প্রতি বিদ্বেষপ্রসুত হয়ে আরএসএফ প্রকাশিত বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক রিপোর্ট দেওয়া হয়েছে সেটি প্রমাণিত।”

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, “তারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বলেছে। যখন ডিজিটাল বিষয়টি ছিল না তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়ার বিষয়টিও ছিল না। যখন ডিজিটাল বিষয়টি এসেছে, পৃথিবীর বিভিন্ন দেশ ডিজিটাল হয়েছে, তখন গণমানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার বিভিন্ন দেশ আইন করেছে। পৃথিবীর প্রায় সব দেশেই এই আইন হয়েছে এবং হচ্ছে। বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রথম দিকে ডিজিটাল হয়েছে, তাই আমাদের দেশেও এই আইন হয়েছে। এই আইন সব মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য।”

“ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮ এর যেসব ধারাগুলো নিয়ে বাংলাদেশে আলোচনা হয়, কেউ কেউ সমালোচনাও করেন, সেই ধারাগুলো ভারত-পাকিস্তানসহ অন্যান্য যেসব দেশে আইনগুলো হয়েছে, সেখানে অনুরূপ ধারা সন্নিবেশিত আছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই মার্চ মাসে একটি ফ্রেমওয়ার্ক ল' করছে যার অধীনে বিভিন্ন দেশে আইন করা হবে। ফ্রান্সেও একই ধরনের আইন আছে, সুতরাং তারা যে বাংলাদেশকে কয়েক ধাপ নামিয়ে দিলো; তারা বাংলাদেশের প্রতি বিদ্বেষপ্রসূত হয়েই এটা করেছে। আমরা রিপোর্টটা প্রত্যাখ্যান করছি, এর সঙ্গে কোনোভাবেই একমত নই”—বলেন তথ্যমন্ত্রী।

বৈশ্বিক চিত্র তুলে ধরে ড. হাছান বলেন, “এই আইনের সুযোগ গ্রহণ করে অনেক সাংবাদিক তাদের বিরুদ্ধে মানহানীকর অনেক কিছু করার জন্য মামলা করেছে। নিশ্চয়ই এই আইনের অপব্যবহার হওয়া উচিত না কারো বিরুদ্ধে; সাংবাদিক হোক, সাধারণ মানুষ হোক। কারো বিরুদ্ধে এই আইনের অপপ্রচার হওয়া উচিত না।”

Link copied!