বিশ্ব শান্তি সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৪, ২০২১, ১০:১৫ পিএম

বিশ্ব শান্তি সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইবে বাংলাদেশ

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব শান্তি সম্মেলনে আগত অতিথিদের কাছে সহযোগিতা চাইবে বাংলাদেশ। শনিবার (০৪ ডিসেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমি চত্বরে শনিবার বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষ্যে আর্ট ক্যাম্প উদ্‌বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। সেকারণে প্রধানমন্ত্রী জাতিসংঘে শান্তির সংস্কৃতি এবং মানুষের ক্ষমতায়ন বিষয়ক প্রস্তাব তুলেছেন। সে প্রস্তাব পাসও হয়েছে।”

পড়ুন: রাজধানীতে বিকেলে শুরু হচ্ছে বিশ্ব শান্তি সম্মেলন

সারাবিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে বাংলাদেশ সরকার কাজ করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শান্তি সম্মেলন আয়োজনের অনুমোদন দেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি এবং সায়মা ওয়াজেদকে সদস্য সচিব করে ৪৬ সদস্যের আয়োজক কমিটি গঠন করা হয়।

রাজধানীর তিনটি ভেন্যুতে শুরু হতে যাওয়া এ সম্মেলনে সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম মিলিয়ে যোগ দেবেন অর্ধশতাধিক বিদেশি অতিথি।

আজ শনিবার বিকেলে ‘অ্যাডভান্সিং পিস থ্রু সোশ্যাল ইনক্লুশন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শান্তি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্‌বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামীকাল রোববার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Link copied!