বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২২, ০৬:৩৩ পিএম

বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে

বিয়ের প্রলোভনে এক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে এক সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে। বিয়ের দাবিতে ওই নারী তার বাসায় গেলে মারপিট করা হয়। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী নারী মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে ঘটনা খুলে বলে বিচার প্রার্থনা করেছেন।

অভিযুক্ত ওই কর্মকর্তা মানিকগঞ্জের সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল হক।

একটি পোশাক কারখান উচ্চ পদে কর্মরত ওই নারী  সাংবাদিকদের জানান, ৯ মাস আগে একটি ঘটনার জেরে সহকারী পুলিশ সুপার রেজাউল হকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে কথা বলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় একাধিক বার। মার্চ মাসে তাদের সম্পর্কের বিষয়টি রেজাউলের স্ত্রী জেনে যায়। রেজাউল তাকে বলেছিলো তার সন্তান একটু বড় হলে স্ত্রীসহ সন্তানকে কানাডা পাঠিয়ে দিবেন। তাদের মাঝে-মধ্যে ঝগড়া হলেও আবার মধুর সম্পর্কের সৃষ্টি হয়। গত রোববার রাতে রেজাউলকে কয়েকবার ফোন করার পর সে বারবার কেটে দেয়। এরপর রাত ১টার দিকে আবার ফোন দেয়া হলে ওই ফোন রেজাউল হকের স্ত্রী ধরে।

এসময় তাকে অকথ্য ভাষায় গালাগালি করে রেজাউলের স্ত্রী। পরের দিন সোমবার সকাল ১০টার দিকে রেজাউলের বাসায় গেলে তার স্ত্রী মহিলা পুলিশ দিয়ে তাকে মারধর করে ও মোবাইল ফোন কেড়ে রাখে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

সোমবার রাতে পুলিশ কর্মকর্তার পক্ষে এক আওয়ামী লীগ নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর কাছ থেকে সাদা কাগজে লিখিত নেন। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী নারী পুলিশ সুপারের কাছে ঘটনা খুলে বলে বিচার প্রার্থনা করেন। পুলিশ সুপার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলতে তার কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। তার সরকারি মোবাইল ফোনটিও তখন বন্ধ পাওয়া যায়।

Link copied!