ইংলিশ প্রিমিয়ার লিগ

টেন হাগের লজ্জার রেকর্ড, বায়ার্ন মিউনিখে এখন আগ্রহ

স্পোর্টস ডেস্ক

মে ৭, ২০২৪, ০৪:৩৩ এএম

টেন হাগের লজ্জার রেকর্ড, বায়ার্ন মিউনিখে এখন আগ্রহ

বায়ার্ন মিউনিখের কোচ হওয়ার রেসে এরিক টেন হাগ। ছবি : এক্স

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ মৌসুমে লিগে ১৩তম হার এটা তাদের। 

কোচ এরিক টেন হাগ লজ্জার রেকর্ড গড়েছেন। প্রিমিয়ার লিগে ইউনাইটেড এত ম্যাচ হারেনি কখনও। এদিকে গুঞ্জন চলছে বায়ার্ন মিউনিখের কোচ হওয়ার রেসে রয়েছেন তিনি। টমাস টুখেল দায়িত্ব ছাড়তে পারেন বায়ার্নের। 

ম্যানচেস্টার ইউনাইটেড এ মৌসুমে ৩৫ ম্যাচে ৫৪ পয়েন্ট অর্জন করতে পেরেছে। আর অবস্থান পয়েন্ট টেবিলের আট নম্বরে। চেলসিও ওপরে রয়েছে। 

ইউরোপের লিগে ইউনাইটেডের যাওয়া কঠিন। এফএ কাপের ফাইনাল ম্যানসিটির সঙ্গে। এ ম্যাচে জিতলে ইউরোপা লিগে যেতে পারে তারা। 

মৌসুমের এখনও ৩ ম্যাচ বাকি । ইউনাইটেড কখনও সাত নম্বরে শেষ করেনি। আর ইউনাইটেডের অবস্থান ৮ নম্বরে। টেন হাগের ভবিষ্যত নির্ভর করছে এফএ কাপের ফাইনালের ওপর। 

Link copied!