তীব্র তাপপ্রবাহের পর অবশেষে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ঝরছে। এতে করে মানুষ ও প্রাণীকুলে ফিরেছে কিছুটা স্বস্তি। আবহাওয়াবিদরা বলছেন, আগামী এক সপ্তাহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পাশাপাশি বজ্র ও শিলাবৃষ্টিও হতে পারে। তবে ১৫ মে’র পর আরেকটি তাপপ্রবাহ আসতে পারে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, “রোববার পর্যন্ত মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ ছিল সেটি ইতোমধ্যে অনেকটাই হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও হ্রাস পাবে।”
মনোয়ার হোসেন আরও বলেন, “আগামী এক সপ্তাহ দেশব্যাপী বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকবে। মাঝে মাঝে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি তাপমাত্রা থাকতে পারে। তবে সেটি অসহনীয় পর্যায়ে যাবে না।”
এই মাসের দ্বিতীয়ার্ধে তাপপ্রবাহ আবারও ফিরে আসার আশঙ্কা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ আরও বলেন, “আমরা মাসিক যে ফোরকাস্ট দিয়েছি সেখানে চলতি মাসে তিন থেকে চারটি মৃদু থেকে মাঝারি ধরনের এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের কথা বলা হয়েছে।”
এদিকে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অনেকাংশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। সোমবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ফেনীতে ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এ সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত। সীতাকুণ্ডে হয়েছে ৪৫ মিলিমিটার, এটি দ্বিতীয় সর্বোচ্চ।