ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়া এলাকায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৮, ২০২২, ০২:০৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়া এলাকায় ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার একটি কমিউনিটি সেন্টারে আগামীকাল শনিবার দুপুরে জেলা বিএনপি এবং জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সমাবেশ ডাকা হয়েছে। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।

একই সময়ে ও স্থানে বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় যেকোনও অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারসহ ওই এলাকায় এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান স্বাক্ষরিত পত্রে সেখানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্টরা জানান, শনিবার দুপুর ২টায় ওই স্থানে বিএনপির পক্ষ থেকে জেলা পর্যায়ে পূর্বঘোষিত সমাবেশ আহ্বান করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু একই স্থানে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ আহ্বান করা হয়।

Link copied!