ভোলার ঘটনা বিএনপির নেতা-কর্মীরাই ঘটিয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২২, ০৫:৩৬ এএম

ভোলার ঘটনা বিএনপির নেতা-কর্মীরাই ঘটিয়েছে: তথ্যমন্ত্রী

দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবেই বিএনপি ভোলার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য  করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুধু তাই নয়, বিএনপির নেতাকর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণও করেছে বলে তিনি জানান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীরা একজন পুলিশ সদস্যকে স্থানীয় বিএনপি অফিসে ধরে নিয়ে গিয়ে মারধর করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “বিএনপির সহযোগী সংগঠনের সদস্য যে যুবক মারা গেছেন, ডাক্তার বলছেন যে প্রাথমিক রিপোর্ট বলছে হেড ইনজুরির কারণে অর্থাৎ ইট-পাটকেলের আঘাতে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তাধীন, তদন্তে সব বেরিয়ে আসবে।” বিএনপি লাশ সৃষ্টি করতে চায়, লাশ সৃষ্টি করার অংশ হিসেবে ভোলার ঘটনা ঘটানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব উস্কানিমূলক ভাষায় কথা বলেছেন দাবি করে আওয়ামী লীগের এই যুগ্মসাধারণ সম্পাদক বলন, “প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতি হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির জন্য সময়ে সময়ে গুজব রটানো এবং ক্রমাগতভাবে মিথ্যাচার করা। এই হচ্ছে বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য।” যখন আগস্ট মাস আসে, তাদের দেশবিরোধী ষড়যন্ত্র, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাগুলো বেড়ে যায় বলেও তিনি মন্তব্য করেন। 

Link copied!