মই বেয়ে উঠে প্রকল্পের ঘরের মান দেখলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মে ২৮, ২০২২, ০৩:৩৮ এএম

মই বেয়ে উঠে প্রকল্পের ঘরের মান দেখলেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক মই বেয়ে উঠে  আশ্রয়ণ প্রকল্পের কাজ দেখলেন। এরপরে বললেন, আশ্রয়ণ প্রকল্প নিয়ে বাংলাদেশের যেকোনো জায়গায় কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার বেলা ১১টার দিকে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক মই বেয়ে দেয়ালের ঢালাইয়ের মান খতিয়ে দেখেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনিয়মের অভিযোগ ওঠে আশ্রয়ণ প্রকল্প নিয়ে। এরপরেই কাজ ঘুরে দেখেছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। এ সময় তিনি মই বেয়ে ওপরে উঠে প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘর দেখেন।

‘পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি পাচার হচ্ছে’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপি মিথ্যা কথা বলতে অভ্যস্ত। দেশে কিছু ভালো হোক এটা তারা চায় না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছেন, সেটা উনাদের সহ্য হচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কসবা উপজেলা চেয়ারম্যান রাসেদুল কাউছার ভূইয়া, সাব-রেজিস্ট্রার রমজান খান প্রমুখ।

Link copied!