মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৩, ০৯:৫৯ পিএম

মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ছাত্রলীগ

৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা সুশৃঙ্খল, জনদুর্ভোগহীন ও স্মার্টভাবে অনুষ্ঠিত করায় ছাত্রসমাজ ও নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা বার্তা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে অনুষ্ঠানে মঞ্চ ভাঙার ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এ শুভেচ্ছা বার্তা ও সমবেদনা জানায়।

সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী মুহূর্তে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। উক্ত ঘটনায় আহত জাতীয় নেতা, সাবেক নেতা, বর্তমান নেতাকর্মী, সংবাদ মাধ্যমের বন্ধু ও স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে ব্যথিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায়ও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যে শক্তিশালী, অদম্য ও আদর্শিক মনোবল নিয়ে সম্পূর্ণ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নান্দনিকভাবে শোভাযাত্রাটি শেষ করেছে সেই শক্তিই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনে পথচলার প্রেরণা, বিজয় কেতনের পূর্বাভাস। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে, বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতে আরও যত্নশীল ও সতর্ক থাকার শপথ গ্রহণ করছে।

 

প্রসঙ্গত, ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা উপলক্ষে ছাত্রলীগের সাবেকদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বক্তব্য দেওয়ার মাঝেই মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটে।

Link copied!