মাদরাসা খোলার দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বাক্ষাৎ কওমী আলেমদের

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৭, ২০২১, ১২:০৮ এএম

মাদরাসা খোলার দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বাক্ষাৎ কওমী আলেমদের

সারাদেশে মাদরাসাগুলো খুলে দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন একদল কওমী আলেম। বুধবার (২৫ আগস্ট) দুপুরে কওমী মাদরাসা শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল-জামায়াতিল ক্বাওমিয়্যার ৮ সদস্যের দলটি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে দলটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করেন। স্বাক্ষাতের পর মাওলানা মাহমুদুল হাসান এক বিবৃতিতে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যত শিঘ্র সম্ভব মাদরাসাগুলো খুলে দেওয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়, প্রথম ধাপে কেবল মক্তব এবং হেফজখানাগুলো খুলে দেয়া হবে। বাকী শ্রেণীগুলো পরবর্তী ধাপে খুলে দেয়া হবে।

গত বছররে মার্চে করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। তবে গত বছর (২০২০) সালের আগস্টে আবার কওমী মাদরাসাগুলো ক্লাস ও পরীক্ষা নেওয়া শুরু করলেও চলতি বছরের এপ্রিল মাসে সরকার করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবারো মাদরাসগুলো বন্ধ করে দেয়। যদিও এখনো কিছু কওমী মাদরাসা এখনো ক্লাস-পরীক্ষা নিয়ে যাচ্ছে সরকাররে নির্দেশনা অমান্য করে।

এদিকে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি মঙ্গলবার (২৪ আগস্ট) বলেছেন, যেহেতু করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হার ক্রমশ কমে আসছে আমরা যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে চাই। বৃহস্পতিবার (২৬ আগস্ট) শিক্ষামন্ত্রী টিকা গ্রহণ নিশ্চিতকরণ সাপেক্ষে আগামী অক্টোবেরের মাঝামাঝি বিশ্বাবিদ্যালয়গুলো খুলতে পারে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১১ আগস্ট থেকে দীর্ঘ লকডাউন শেষে সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।   এবং দীর্ঘ লকডাউনের ফলে দেশে করোনায় আক্রান্ত হওয়ার এবং মৃত্যুর হার উভয়ই কমেছে।

এর আগেও কওমী মাদরাসা ও হেফাজতে ইসলামের নেতারা দফায় দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন।

 

Link copied!