ঘন ভ্রু পেতে বিশেষ জেল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৪, ০৫:৪১ এএম

ঘন ভ্রু পেতে বিশেষ জেল

প্রতীকী ছবি

সুন্দর ভ্রু আপনার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিতে পারে। ঘন ভুরু আমাদের সবারই পছন্দ। তবে অনেকেরই ভ্রু ঘন ও কালো নয়, বরং পাতলা হয়ে থাকে। শরীরের অভ্যন্তরীণ কোনো অসুস্থতার জন্যও ভ্রু পাতলা হয়ে যেতে পারে। এছাড়া এর পেছনে থাকতে পারে পরিচর্যার অভাব।

ত্বক ও চুলের মতোই ভ্রুরও বাড়তি  যত্ন নেওয়া দরকার। তবে এই যত্ন নিতে অবশ্যই প্রাকৃতিক বা ঘরোয়া উপাদান ব্যবহার করতে হবে। বাজারে নানা ধরনের জেল কিনতে পাওয়া যায়, যা খুব কম সময়ে ভ্রু ঘন করে। কিন্তু এসব পণ্য আমাদের ত্বকের জন্য যেমন ক্ষতিকর দামও অনেক বেশি। তাই একটু সময় খরচ করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন জেল।

জেল বানানোর উপকরণ
১) অ্যালোভেরা জেল: ৫ চামচ;
২) ভিটামিন-ই ক্যাপসুল: ৫টি;
৩) নারকেল তেল: ৫ চামচ;
৪) বাদাম তেল: ৫ চামচ;

প্রথমে একটি পাত্রে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একটি পাত্রে জেল ভরে এক সপ্তাহ এটি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন।

ব্যবহারের নিয়ম
রাতে ঘুমানোর আগে ভালভাবে মুখ ধুয়ে নিন। এরপর আলতোভাবে জেলটি ভুরুতে লাগিয়ে রাখুন। ভাল ফলাফলের জন্য নিয়ম করে দুই সপ্তাহ ব্যবহার করুন।

Link copied!