মিরপুরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত বেড়ে ৪ জন

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৮, ২০২১, ০২:২৬ এএম

মিরপুরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত বেড়ে ৪ জন

রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনের সি ব্লকে গ্যাসের পাইপলাইন বিস্ফোরিত হয়ে দগ্ধ হওয়া আরো ১ জন মারা গিয়েছেন। তার নাম রওশন আরা(৭০)। তাকে নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান৷

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন রওশন আরার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রওশন আরা বিকেল সাড়ে ৩টার দিকে মারা গেছেন। অন্যদের অবস্থাও খুব একটা ভালো নয়। তবে আমরা আশাবাদী তারা সুস্থ হয়ে উঠবেন।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় সুমন(৪০) ও শফিকুল ইসলাম(৩৫)মারা যান। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ২টায় শফিক ও রাত আড়াইটায় সুমন মারা যান।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সূত্র থেকে জানা যায়, মিরপুরের গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে ৭ জন আমাদের এখানে আসেন। তাদের মধ্যে ৪ জনকে আইসিসিতে ভর্তি করা হয়। গভীর রাতে সুমন ও শফিক মারা যান। শফিকের শরীরের ৮৫ ভাগ এবং সুমনের শরীরের ৪৫ ভাগ পুড়ে গিয়েছিল। এছাড়াও সুমনের শ্বাসনালীর গুরুতর সমস্যা ছিল। এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রিনা আক্তার নামের একজন মারা যান। তার শরীরের ৭০ পুড়ে গিয়েছিল ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাতে মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন পুড়ে যান।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, শিশুসহ তিনজন নারী হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আরও একজন আইসিইউতে ভর্তি রয়েছেন।

 

Link copied!