রাজধানীতে তীব্র যানজট,ভোগান্তিতে কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২২, ০৭:১৭ পিএম

রাজধানীতে তীব্র যানজট,ভোগান্তিতে কর্মজীবীরা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে  আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ চলাকালে হাতির ঝিল এলাকায় যানচলাচল বন্ধ  থাকায় বেশ কয়েকটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

হাতিরঝিলে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ থাকার প্রভাব পড়ে রাজধানীর সড়কগুলোতে। রাজধানীর কাকলী, গুলশান-২, গুলশান-১ ও মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেইট ও  এর আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

কিছু সময় কাকলী, গুলশান-২, গুলশান-১ ও এর আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টায় মহাখালী রেল ক্রসিংয়ে যানজট প্রকট আকার ধারণ করতে দেখা যায়।

যানজটের কারণে সকালে কর্মস্থলে যেতে কর্মজীবীরা বেশ ভোগান্তিতে পড়েন । সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত বেশ কয়েকটি সড়কে যাত্রীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। প্রগতি সরণিতে যানজট ছিল সকাল থেকেই। মালিবাগ থেকে শুরু করে রামপুরা, বনশ্রী, বাড্ডা হয়ে যানজট গিয়ে ঠেকে কুড়িল পর্যন্ত। অন্যদিকে, কাকরাইল থেকে মগবাজার পর্যন্ত যানজটের ভোগান্তি ভোগ করতে হয় অফিসগামী যাত্রীদের।

ম্যারাথন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গাড়ি চলাচল, পার্কিংসহ কয়েকটি বিষয়ে বিশেষ কিছু নির্দেশনা আগেই দিয়েছিল । বনানী-হাতিরঝিলসহ আশপাশের সড়কে ম্যারাথনের সময় যানজট এড়াতে সংশ্লিষ্ট এলাকায় চলাচলরত যানবাহন ও ব্যক্তিদের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানায় ডিএমপি।

প্রসঙ্গত, সোমবার (১০ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়ামের সামনে থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন সূত্রে জানা যায়, আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২, গুলশান-১ পুলিশ প্লাজা হয়ে ঘড়ির কাঁটার ক্রম অনুযায়ী হাতিরঝিলের চারপাশ ঘুরে হাতিরঝিলে শেষ হয় ম্যারাথন। এ কারণে দুপুর পর্যন্ত হাতিরঝিলের রাস্তা বন্ধ ছিল।

এবারের ম্যারাথনে ২০০ জন দেশি-বিদেশি নারী-পুরুষ দৌড়বিদ অংশ নিয়েছেন। এর মধ্যে ১০০ জন ফুল ম্যারাথন এবং ১০০ জন হাফ ম্যারাথনে। এরই মধ্যে ৩০ জন এলিট রানার রয়েছেন।

অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে- মরক্কো, কেনিয়া, ইউক্রেন, ইথিওপিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মেক্সিকো, ফ্রান্স, স্পেন, ইতালি, বাহরাইন ও আলজেরিয়া।

সাফ দেশগুলোর মধ্যে ফুল ম্যারাথনে অংশ নিয়েছেন আনুমানিক ৩০ জন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা উল্লেখযোগ্য।

Link copied!