রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নেভানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৬, ২০২৩, ০৫:১৬ পিএম

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নেভানো হয়েছে

রাজধানীর নিউমার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটের তিনতলায় লাগা আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।  

ফায়ার সাভিসের এই উপপরিচালক বলেন, গতকাল সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া উঠছিল। তবে রবিবার সকাল ৯টাযর দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। আমরা পুলিশের কাছে সব বুঝিয়ে দিয়েছি। এখন মার্কেটে আগুনের আর কোনো আলামত নেই।”

প্রসঙ্গত, গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সাথে উদ্ধার তৎপরতায় যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি যৌথ টিম। এছাড়া, পুলিশ- র‌্যাবের পাশাপাশি  বিজিবির ১২ প্লাটুন সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল।

মার্কেটের তৃতীয় তলা থেকে সূত্রপাত হওয়ার সময় আগুন মার্কেটের এক পাশে ছিল। তবে ঘণ্টার পর ঘণ্টা জ্বলতে থাকা আগুন তৃতীয় তলার গোটা ফ্লোরে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় তলায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়।

শনিবার ভোর বেলা লাগা আগুন ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সের ৩২ ইউনিটের চেষ্টায় সোয়া ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন শনিবার (১৫ এপ্রিল) বেলা সোয়া ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

আগুনের মধ্যেও মার্কেটের যে অংশে আগুন পৌঁছায়নি সেখানের দোকানগুলো থেকে মালামাল বের করে আনেন ব্যবসায়ীরা। ঈদের জন্য বাড়তি মাল মজুদ করেছিলেন ব্যবসায়ীরা। তাই ক্ষয়ক্ষতি এড়াতে জীবন-ঝঁকি নিয়েও মালামাল সরাতে ব্যস্ত তারা।

তাদের এই কাজে সহায়তা করেছেন পুলিশের সদস্যরা। কাঁধে কাঁধ মিলিয়ে মার্কেট থেকে মালামাল সরিয়েছেন বিমান, নৌ, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। এসময়  অসুস্থ হয়ে পড়েন অনেকে।

সরেজমিনে দেখা যায়, পুলিশ সদস্যরা তিনতলা দু’তলার ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে বস্তা ভর্তি করে মালামাল নিচে নামাতে সাহায্য করছেন আবার মালামাল নিজেরা কাঁধে বহন করে চন্দ্রিমা মার্কেটের সামনে, নিউ মার্কেটের দক্ষিণ গেটে পৌঁছে দেন তারা। 

Link copied!