রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা বাড়ছেই

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৩, ০৮:৪৪ পিএম

রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা বাড়ছেই

পৌষের হাড় কাঁপানো শীতের কবলে রাজধানী ঢাকাসহ সারাদেশ। দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।  তবে দ্রুত স্বাভাবিক হচ্ছে না এ পরিস্থিতি। সারাদেশে শৈত্যপ্রবাহ আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এদিকে টানা তিন দিন ধরে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হচ্ছে। আজ রোববার চুয়াডাঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে যশোর। দুই জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে সারা দেশে মাঝারি থেকে তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে।

এদিকে, রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ রবিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

Link copied!